মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
দুবাইয়ে স্বর্ণের দাম ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুবাইয়ে হ্রাসকৃত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। চীন তার কিছু মার্কিন পণ্য থেকে শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা জানিয়ে দেওয়ার পর বিশ্বব্যাপী স্বর্ণের দাম কমে যায়।
খালিজ টাইমসের এক খবর বলা হয়, শুক্রবার ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৩৯৭.২৫ দিরহাম। অন্যদিকে, ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৭.৭৫, ৩৫২.৭৫ এবং ৩০২.২৫ দিরহাম।
গত মঙ্গলবার স্বর্ণের দাম সর্বোচ্চ ৪২০ দিরহাম পর্যন্ত উঠেছিল। তিন দিনের মধ্যে তা আজ প্রায় ২৩ দিরহাম কমে গেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৩ টাকা (প্রতি দিরহাম ৩৩.১৭ টাকা করে)।
বিশ্বব্যাপী স্বর্ণের দাম বর্তমানে প্রতি আউন্স ৩ হাজার ৩০৬.৯৭ ডলারে অবস্থান করছে, যা শুরুতে ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমে যায়।
চীন ঘোষণা করেছে তারা কিছু মার্কিন পণ্য থেকে ১২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে পারে এবং ব্যবসায়ীদের এই পণ্যগুলো চিহ্নিত করার জন্য বলেছে।