Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তানকে ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম

ভারত ও পাকিস্তানকে ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস পাকিস্তান ও ভারতের প্রতি ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, কাশ্মীরকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা যেন আর না বাড়ে, সে জন্য জাতিসংঘ উভয় পক্ষকে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছে।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি পাকিস্তান ও ভারতের মধ্যে যেকোনো সমস্যা পারস্পরিক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।”

এই বক্তব্যের সময় তিনি স্পষ্ট করে জানান, জাতিসংঘ ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এবং অবস্থা আরও খারাপ হলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

মঙ্গলবার বিকেলে ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জনই ভারতীয়।

ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় দিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করে।

জবাবে ইসলামাবাদও ভারতের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেয়। তারা ভারতীয়দের ভিসা বাতিল করে, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই পদক্ষেপগুলো উভয় দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যা পরিস্থিতিকে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন