ঢাকায় আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইশাক দার। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিত স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলা আউটলুককে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের এক কূটনৈতিক কর্মকর্তা।
বাংলা আউটলুককে ওই কর্মকর্তা খুদে বার্তায় জানান, অনাকাঙিক্ষত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারবেন না। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সফরের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।
ধারণা করা হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়। প্রথমে বুধবার (২৩ এপ্রিল) রাতে ভারত ওই হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। পরে পাকিস্তানও আজ পাল্টা কয়েকটি পদক্ষেপ নিয়েছে। আরও উত্তেজনাকর পরিস্থিতির কারণে ইশাক দারের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।
এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাতে জানা গিয়েছিল, ইশাক দার আগামী ২৭ এপ্রিল দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ছাড়াও বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়া কথা ছিল। পাকিস্তানের সম্প্রচার মাধ্যম সামা টিভির এক খবরে এমনটাই বলা হয়েছিল।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ইশাক দার ২৭ থেকে ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। গত বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালোচ ও বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে এক সভায় এই সফরের চূড়ান্ত কর্মসূচি ঠিক হয়। এই সফরে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, জন কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে ব্যাপক আলোচনা হবে।