Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্টার সানডে উপলক্ষে সাময়িক এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তিনি। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। 

বিবৃতিতে পুতিন বলেন, মস্কো সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তাঁর সামরিক বাহিনী ইউক্রেনে ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ রাখবে।

এর আগে পুতিন তাঁর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময় ১৮:০০) থেকে সোমবার রাত ১২টা (মস্কো সময় ০০:০০) পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।

পুতিন জোর দিয়ে বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তাঁর বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন