আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলিরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম
-67fd083547dd6.jpg)
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী।আজ সোমবার তারা এই হামলা চালায়। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশের সহযোগিতায় ৭৬৫ জন অবৈধ বসতি স্থাপনকারী আল-মুগাররাবা গেট দিয়ে আল-আকসা প্রাঙ্গণে ঢুকে বিভিন্ন স্থানে অবস্থান নেয় ও হামলা চালায়।
এর আগের গতকাল রবিবার প্রায় ৫০০ জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আল-আকসায় প্রবেশ করে ও হামলা চালায়।
ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের অংশ হিসেবে তারা এই হামলা চালায়।
আল-কুদস প্রসঙ্গে এই বিশেষজ্ঞ বলেন, ইহুদিবাদীদের এইসব কর্মকাণ্ডে দখলদার পুলিশের পূর্ণ সমর্থন রয়েছে।
পাসওভার কী?
ইসরায়েলিদের দাবি, ''পাসওভার হলো, ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব। এ উৎসব হজরত মূসা (আ.)-এর সময় মিসর থেকে ইসরায়েলিদের নির্গমন স্মরণে পালিত হয়।''
ফিলিস্তিনি ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত রমজানে ২১ বার আল-আকসা মসজিদে অবৈধভাবে ঢুকে হামলা চালানো হয়।
জেরুজালেম গভর্নর অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ১৩ হাজার ৬৪ জন অবৈধ বসতি স্থাপনকারী আল-আকসায় প্রবেশ করে।