Logo
Logo
×

আন্তর্জাতিক

সান্তো ডোমিঙ্গোতে নাইটক্লাব ধসে মৃত্যু বেড়ে ৯৮

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম

সান্তো ডোমিঙ্গোতে নাইটক্লাব ধসে মৃত্যু বেড়ে ৯৮

ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে এক ভয়াবহ দুর্ঘটনায় জনপ্রিয় নাইটক্লাব 'জেট সেট'-এর ছাদ ধসে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে, যখন মঞ্চে পারফর্ম করছিলেন জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজ। তিনি নিজেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে আছেন দেশটির প্রাদেশিক গভর্নর এবং সাবেক বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল (৫১), যিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়াও মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও নিহত হয়েছেন, যিনি প্রখ্যাত বেসবল তারকা নেলসন ক্রুজের বোন।

নাইটক্লাবটিতে সেসময় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা শুরু করেন এবং এখনো অনেকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জরুরি সেবার পরিচালক হুয়ান মেন্ডেজ জানিয়েছেন, তারা এখনও আশা করছেন ধ্বংসস্তূপের নিচে কিছু মানুষ জীবিত আছেন। ক্লাবটির জনপ্রিয়তা ছিল অত্যন্ত বেশি—বিশেষত সোমবারের কনসার্টগুলিতে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও তারকারা নিয়মিত উপস্থিত থাকতেন।

ঘটনার আগে ছাদ থেকে কিছু একটা পড়ছে বলে এক দর্শক সতর্ক করেছিলেন, যা ভিডিওতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো ছাদ ধসে পড়ে, সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।

প্রেসিডেন্ট লুইস আবিনাদার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন