Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাহী আদেশ: কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু রাখার ঘোষণা, পরিবেশবিদদের তীব্র সমালোচনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

ট্রাম্পের নির্বাহী আদেশ: কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু রাখার ঘোষণা, পরিবেশবিদদের তীব্র সমালোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ৮ এপ্রিল চারটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে চালু রাখার অনুমতি দিচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বৈদ্যুতিক গাড়ির (EV) কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার যুক্তি দেখিয়েছেন। ট্রাম্প বলেন, "সুন্দর, পরিষ্কার কয়লা"-কে রক্ষা করতে এবং কয়লা শিল্পকে ত্বরান্বিত করতে তিনি জরুরি ক্ষমতা ব্যবহার করছেন।

এই আদেশগুলোর মাধ্যমে কয়লা উত্তোলনের অনুমোদন সহজ করা, ফেডারেল জমিতে কয়লা উত্তোলনের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদ্যুৎ গ্রিডে "নিরাপদ শক্তি উৎপাদনের" উপর জোর, এবং তথাকথিত "ওয়োক" নীতিমালার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

তবে পরিবেশবাদীরা এই পদক্ষেপকে "অতীতমুখী" এবং জলবায়ু সঙ্কটের প্রেক্ষাপটে এক ধাপ পেছনে যাওয়া হিসেবে অভিহিত করেছেন। তারা বলছে, এই সিদ্ধান্ত মার্কিন জনগণকে পুরোনো, ব্যয়বহুল এবং দূষণকারী শক্তির জন্য বেশি অর্থ ব্যয় করতে বাধ্য করবে। এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ৯৯% কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য শক্তি স্থাপন করলেও খরচ কম পড়বে।

যদিও ট্রাম্প দাবি করেন কয়লা "অপরাজেয়", বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য শক্তির তুলনায় কয়লা ব্যয়বহুল এবং অনির্ভরযোগ্য। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে নবায়নযোগ্য শক্তি থেকেই ৯৩% নতুন বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন