Logo
Logo
×

আন্তর্জাতিক

নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান বললেন

বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ উচিত হয়নি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ উচিত হয়নি

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান বলেছেন, বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি। এটি মার্কিন ক্রেতাদের জীবনযাত্রার খরচ বাড়াবে। তাদের জীবন বিঘ্নিত করবে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এমন সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে না।

পল ক্রুগম্যান বলেন, জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে। তবে বন্ধু ও প্রতিবেশী দেশগুলোর কথাও বিবেচনায় রাখতে হবে। কাছাকাছি দেশ থেকে পণ্য নিলে সরবরাহ ব্যবস্থা সহজ ও নিরাপদ থাকবে।

তিনি বলেন, এমনটি করতে চাইলে ভিয়েতনাম ও বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করতাম না। কানাডা ও মেক্সিকোর ওপর কোনোভাবেই শুল্ক চাপাতাম না।=

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন