ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮

শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভি রিহ-তে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে, যার মধ্যে ৯ জন শিশু রয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে সংঘটিত এই হামলাকে চলতি বছরের অন্যতম প্রাণঘাতী আক্রমণ বলে মনে করা হচ্ছে।
ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনে আঘাত হানে এবং আগুন লেগে যায়। আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, তিন মাস বয়সী একটি শিশুসহ ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। জরুরি পরিষেবাগুলোর মতে, আহতের সংখ্যা অন্তত ৫০ এবং তা বাড়ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে হামলাটি একটি সামরিক সমাবেশ লক্ষ্য করে চালানো হয়, যা ইউক্রেন “ভুল তথ্য” বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকায়, এমনকি একটি খেলার মাঠে আঘাত হানে। হামলার পর শহরটিতে রুশ ড্রোন হামলা শুরু হয়, যার ফলে চারটি স্থানে আগুন ধরে যায়।
জেলেনস্কি বলেন, পশ্চিমাদের আরও চাপ বাড়াতে হবে রাশিয়ার ওপর। তিনি বলেন, "রুশ প্রতিশ্রুতিগুলো সব শেষ হয় ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বোমা দিয়ে।"