গাজায় প্রতিদিন অন্তত ১০০ ফিলিস্তিনি শিশু হতাহত

গাজা শহরের আল-আহলি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর জানিয়েছেন, সেখানে আর কোনো জায়গা নেই আহতদের চিকিৎসা দেওয়ার জন্য, কারণ শুক্রবার ভোর থেকে ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘের UNRWA প্রধান বলেছেন, ইসরায়েল ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় প্রতিদিন গড়ে অন্তত ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে।
হামাস জানিয়েছে, গাজায় অবশিষ্ট বন্দীদের অর্ধেক এখন গুরুতর ঝুঁকির মুখে, কারণ তারা সেইসব অঞ্চলে রয়েছে যেগুলো নতুন ইসরায়েলি সামরিক উচ্ছেদের আদেশের আওতায় পড়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজা আক্রমণে এখন পর্যন্ত অন্তত ৫০,৬০৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৫,০৬৩ জন আহত হয়েছে। গভার্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-রও বেশি মানুষ বন্দী করা হয়।