Logo
Logo
×

আন্তর্জাতিক

লোকসভার পর রাজ্যসভায়ও উতরে গেল ওয়াকফ সংশোধনী বিল, সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পিএম

লোকসভার পর রাজ্যসভায়ও উতরে গেল ওয়াকফ সংশোধনী বিল, সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

ছবি: সংগৃহীত

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হওয়ার পর উচ্চকক্ষ রাজ্যসভায়ও সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে দীর্ঘ বিতর্কের পর ১২৮-৯৫ ভোটে বিলটি পার্লামেন্টের শেষ বাধা পার করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দু জানিয়েছে, লোক ও রাজ্য সভায় পাসে এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই বিলটি আইনে পরিণত হবে। তবে বিরোধীদল কংগ্রেস এত সহজে হার মানছে না, তারা বিলটি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, আমরা শিগগিরই ওয়াকফ (সংশোধনী) বিল-২০২৫ এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাবো। 

বর্তমান আইনে ওয়াকফ প্রতিষ্ঠানগুলোকে তাদের আয়ের ৭ শতাংশ বাধ্যতামূলকভাবে ওয়াকফ বোর্ডকে দেওয়া লাগতো। নতুন সংশোধনীতে তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

কোনো ওয়াকফ প্রতিষ্ঠান এক লাখের বেশি আয় করলে তাদের আয়-ব্যয়ের হিসাব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া কোনো অডিটর দিয়ে যাচাই করানো লাগবে। একটি কেন্দ্রীভূত পোর্টাল ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করবে, দক্ষতা এবং স্বচ্ছতার উন্নতি ঘটাবে।

সংশোধিত এ বিলে অন্তত ৫ বছর ধর্মকর্ম করেছেন এমন মুসলিমদেরই তাদের সম্পত্তি ওয়াকফ করার সুযোগ দিতে বলা হয়েছে। ২০১৩-র আগেও এমনই নিয়ম ছিল। তবে কেউ সম্পত্তি ওয়াকফ করার আগে অবশ্যই উত্তরাধিকার, বিশেষ করে নারীদের প্রাপ্য মিটিয়ে দিতে হবে। বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও এতিমদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

সরকারের নিয়ন্ত্রণে থাকা যেসব সম্পত্তি ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়, কালেক্টরের উপরের পদে থাকা সরকারি কর্মকর্তাদের দিয়ে ওইসব সম্পত্তি বিষয়ে তদন্ত করা হবে।

সংশোধিত বিলে কেন্দ্রীয় ও রাজ্য ওয়াকফ বোর্ডগুলোতে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করারও প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবের অনেকগুলোরই বিরোধিতা করছে বিভিন্ন মুসলিম সংগঠন। 

তাদের ভাষ্য, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি একেবারেই বেমানান, কেননা অমুসলিম সদস্যরা মুসলমানদের রীতিনীতির ব্যাপারে খুব বেশি জানবেন না এটাই স্বাভাবিক।

তারপর ৫ বছর ধর্মকর্ম পালন করেছে, এই সার্টিফিকেট কে দেবে? পাশাপাশি ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও হিসাব যাচাইয়ে সরকারের হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তুলছে তারা।

তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বলছে, তারা মুসলিমদের ধর্ম পালন বা ওয়াকফ সম্পত্তিতে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না, কেবল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে চাইছে।

আগের দিন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকবে না বলে বিরোধীদের আশ্বস্ত করতে চাইলেও বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ওয়াকফ বোর্ড বিধিবদ্ধ সংস্থা হওয়ায় সেখানে সব ধর্মের প্রতিনিধিদেরই যাওয়ার সুযোগ থাকা উচিত।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন