Logo
Logo
×

আন্তর্জাতিক

এক বাক্যে বাংলাদেশ নিয়ে যা বললেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম

এক বাক্যে বাংলাদেশ নিয়ে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর ‘পারস্পরিক’ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বুধবার যেসব মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করে রেখেছিল এবং আমদানির চেয়ে রপ্তানি বেশি করত তাদের ওপর এই ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করেছেন তিনি।

ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসব দেশের তালিকা সমৃদ্ধ একটি বোর্ড তুলে ধরেন। সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন কথা বলেন।

তিনি বিশেষ করে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের তীব্র সমালোচনা করেন। ট্রাম্প অভিযোগ করেন, চীন বাদে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি।

এরমধ্যে বাংলাদেশের নামও উচ্চারণ করেন ট্রাম্প। এক বাক্যে তিনি বলেন, “বাংলাদেশ,৭৪ শতাংশ (শুল্ক) দেখুন কী চলছে।”

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন