Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা হাঙ্গেরির

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:২২ পিএম

আন্তর্জাতিক আদালতের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা হাঙ্গেরির

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ জারির ইস্যুতে এই ঘোষণা দেয় দেশটি।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) হাঙ্গেরির প্রধানমন্ত্রীর স্টাফ গারজেলি গুলিয়াস ফেসবুকে এক পোস্টে এই সিদ্ধান্তের বিষয়টি জানান। নেতানিয়াহু হাঙ্গেরি সফরে যাওয়ার পর দেশটি এমন পদক্ষেপ নিল। 

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, গারজেলি গুলিয়াস ওই পোস্টে লেখেন, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রস্থান করেছে হাঙ্গেরি। সিদ্ধান্ত অনুযায়ী সাংবিধানিক এবং আন্তর্জাতিক আইনি কাঠামো অনুযায়ী বৃহস্পতিবার প্রত্যাহার প্রক্রিয়া শুরু করা হবে। এর কারণ হিসেবে আদালত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে গাজায় হামলার সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আর গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার দেশে আমন্ত্রণ জানান।

এদিকে, সম্প্রতি হাঙ্গেরি সফরের সিদ্ধান্তের পর নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইসিসির এমন সিদ্ধান্ত নাকচ করে দেয় হাঙ্গেরি। দেশটির এমন সিদ্ধান্তে প্রশংসা জ্ঞাপন করেছে ইসরায়েল।

ধারণা করা হচ্ছিল আইসিসি থেকে বাতিল করা হবে হাঙ্গেরির পদ। তবে তার আগেই নিজেদের প্রত্যাহারের ঘোষণা আসলো হাঙ্গেরির পক্ষ থেকে। 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক নেতানিয়াহুর হাঙ্গেরি সফরকে ‘আইসিসির বিরোধিতা’ বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘আন্তর্জাতিক অপরাধ আইনের জন্য একটি খারাপ দিন’ বলে অভিহিত করেছেন।=

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন