Logo
Logo
×

আন্তর্জাতিক

বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না: ইইউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম

বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না: ইইউ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি প্রধান কায়া কাল্লাস সতর্কবার্তা দিয়ে বলেছেন, বাণিজ্য যুদ্ধে সাধারণত কেউ জয়ী হয় না। আজ বৃহস্পতিবার পোল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন।

এ সময় কাল্লাস বলেন, এই সমস্ত শুল্কের ফলে গ্রাহকদের জন্য দাম বেড়ে যাবে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। ইইউ এখন প্রতিরক্ষা শিল্পে আমেরিকার ওপর নির্ভরশীলতা কমানোর উপায় খুঁজছে। আমরা বর্তমানে আমেরিকা থেকে প্রচুর অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনছি। কিন্তু আমাদের নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে এবং বিকল্প উৎস খুঁজতে হবে।

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে ইউক্রেনের প্রয়োজনীয় গোলাবারুদের অর্ধেকের বেশি সরবরাহ করছে। তবে এই প্রক্রিয়াকে আরও দ্রুত করতে হবে। আমরা যত দ্রুত সম্ভব ইউক্রেনের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই। কারণ যুদ্ধক্ষেত্রে তারা যত শক্তিশালী হবে, আলোচনার টেবিলেও ততবেশি সুবিধাজনক অবস্থানে থাকবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন