Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতির সমালোচনায় বিশ্বনেতারা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম

ট্রাম্পের শুল্কনীতির সমালোচনায় বিশ্বনেতারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ একাধিক বিশ্বনেতা এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে দেওয়া ঘোষণায় ট্রাম্প জানান, ৫ এপ্রিল থেকে সব ধরনের আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ ভিত্তিশুল্ক আরোপ করা হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ প্রায় ৬০টি দেশের ওপর ৯ এপ্রিল থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি একে ‘ভুল সিদ্ধান্ত’ উল্লেখ করে বলেন, “ইইউয়ের ওপর শুল্ক আরোপ কোনও পক্ষের জন্যই লাভজনক নয়।” তিনি আরও জানান, বাণিজ্য উত্তেজনা নিরসনে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ নতুন শুল্ককে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, “এই শুল্কের আসল মূল্য আমেরিকানদেরই দিতে হবে।” তবে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া পাল্টা শুল্ক আরোপ করবে না।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, “স্পেন তার কোম্পানি ও শ্রমিকদের রক্ষা করবে এবং উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।”

আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সিমন হ্যারিস আপসের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন এবং একে ‘এগিয়ে যাওয়ার সেরা উপায়’ বলে উল্লেখ করেন। দেশটির নেতা মাইকেল মার্টিন এই শুল্ক আরোপকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে আখ্যা দিয়ে বলেন, এতে কোনো পক্ষই লাভবান হবে না।

এদিকে ট্রাম্প তার ঘোষণায় যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তুরস্ক, আর্জেন্টিনা ও সৌদি আরবসহ কিছু দেশকে কেবলমাত্র ভিত্তি শুল্কের আওতায় রেখেছেন।

বিশেষভাবে চীনের ওপর কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি দেশটিকে ‘সবচেয়ে অনিষ্টকারী’ দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করে চীনা পণ্যে ৫৪ শতাংশ হারে কর বসানোর কথা জানিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে এই সিদ্ধান্তকে “আত্মঘাতী তর্জন” এবং “অতি সরলীকৃত প্রতিশোধমূলক কৌশল” হিসেবে বর্ণনা করেছে।

তবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, কানাডা ও মেক্সিকোর মতো যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের নাম উল্লেখ করা হয়নি।

ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিশ্ব নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তাই ফিরে বসুন এবং এই সিদ্ধান্ত মেনে নিন।”


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন