Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, ঘরবাড়ি ফেলে পালাচ্ছে মানুষ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, ঘরবাড়ি ফেলে পালাচ্ছে মানুষ

কুয়ালালামপুরের পাশের শহর পুত্রা হাইটসে একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে এই আগুন লাগে বলে জানিয়েছে জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস। দূর থেকেও আগুনের শিখা দেখা গেছে।

পেট্রোনাস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশের তিনটি গ্যাস স্টেশন আগুনে ক্ষতিগ্রস্ত না হলেও সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়েছে। তদন্ত চলছে।

সেলাঙ্গরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়েছে। অনেকেই আটকে পড়েছেন, তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। কয়েকজন দগ্ধ হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়।

“দ্য স্টার” সংবাদপত্র জানায়, এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে।

সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি জানান, দ্রুত আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় একটি মসজিদে তাদের রাখা হয়েছে।

ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তাদের বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে।

ফায়ার সার্ভিসের ডজন খানেক ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন