Logo
Logo
×

আন্তর্জাতিক

মিয়ানমারের ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে দেশের স্বাস্থ্যব্যবস্থা, মৃত্যু ছাড়াল ২০০০

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:০৩ পিএম

মিয়ানমারের ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে দেশের স্বাস্থ্যব্যবস্থা, মৃত্যু ছাড়াল ২০০০

মিয়ানমারে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২,০৫৬-তে। নিখোঁজ আছেন আরও অন্তত ২৭০ জন। আহত হয়েছেন প্রায় ৩,৯০০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, দেশের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের হাসপাতালগুলো আহতদের চাপ সামলাতে পারছে না।

সড়ক, সেতু ধসে পড়েছে। যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত। যুদ্ধে ক্ষতবিক্ষত দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। WHO জানিয়েছে, জরুরি ভিত্তিতে ট্রমা ও অপারেশন সেবা, রক্ত, ওষুধ ও মানসিক স্বাস্থ্য সহায়তা দরকার।

US Geological Survey জানিয়েছে, মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যেই তিনটি হাসপাতাল ধ্বংস হয়েছে, ২২টি আংশিক ক্ষতিগ্রস্ত।

মধ্য মিয়ানমারের ম্যান্ডালে শহরে তৃতীয় রাতেও মানুষ রাস্তায় তাঁবু খাটিয়ে কাটিয়েছে। শহরের ১,০০০ বেডের হাসপাতাল খালি করে রাস্তায় রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। একটি ধর্মীয় পরীক্ষার সময় ২৭০ জন ভিক্ষুর মধ্যে ৫০ জন মারা গেছেন, আরও ১৫০ জন নিখোঁজ।

জাতিসংঘ বলেছে, ভূমিকম্পের আগেই ২ কোটি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল ছিল। এই বিপর্যয়ে পরিস্থিতি আরও খারাপ হবে।

চীন, রাশিয়া, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সাহায্য পাঠিয়েছে। তবে মার্কিন সাহায্য দেরিতে পৌঁছেছে। ট্রাম্পের সময় USAID-এর বাজেট কাটছাঁট এর জন্য দায়ী বলে অভিযোগ উঠেছে।

দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই গৃহযুদ্ধ চলছে। ভূমিকম্পের পরও সেনাবাহিনীর বিমান হামলা বন্ধ হয়নি। এই মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তা আরও জরুরি হয়ে উঠেছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন