Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার টোঙ্গায় ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:৩৭ পিএম

এবার টোঙ্গায় ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মিয়ানমার ও থাইল্যান্ড ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে টোঙ্গা দ্বীপপুঞ্জে। এই ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির নির্দিষ্ট খবর পাওয়া যায়নি, তবে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূগর্ভের মাত্র ১৬ কিলোমিটার গভীরে। পাঙ্গাই গ্রামের প্রায় ৯০ কিলোমিটার দূরে এর কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ফলে ৩০০ কিলোমিটার এলাকা পর্যন্ত সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার সুনামি সতর্কতা কেন্দ্র (Tsunami Warning Center) জানিয়েছে, ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

টোঙ্গা পলিনেশিয়ান দ্বীপপুঞ্জের অংশ, যেখানে ১৭০টিরও বেশি দ্বীপ রয়েছে, যদিও বেশিরভাগ দ্বীপই জনবসতিহীন। প্রায় এক লাখের মতো মানুষের বসবাস মূলত প্রধান দ্বীপ টোঙ্গাটাপুতে। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং তার ফলে সৃষ্ট সুনামিতে দ্বীপরাষ্ট্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাণহানির সংখ্যা কম থাকলেও দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে ভয়াবহ ভূমিকম্পের ফলে মিয়ানমার ও থাইল্যান্ড ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্প এবং সুনামির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন