ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬৪

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল ফিতরের প্রথম দিন গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (PRCS) জানিয়েছে, এক সপ্তাহ আগে রাফাহের কাছে ইসরায়েলি হামলার শিকার হওয়া যানবাহনগুলো থেকে তারা আটজন চিকিৎসাকর্মী, পাঁচজন সিভিল ডিফেন্স সদস্য এবং একজন জাতিসংঘ কর্মীর মরদেহ উদ্ধার করেছে।
আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সংস্থার (IFRC) পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। সংস্থাটি বলেছে, এই "ধ্বংসাত্মক ঘটনা" ২০১৭ সালের পর থেকে তাদের কর্মীদের ওপর পরিচালিত সবচেয়ে ভয়াবহ হামলা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০,২৭৭ ফিলিস্তিনি নিহত এবং ১,১৪,০৯৫ জন আহত হয়েছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ হালনাগাদ তথ্যে প্রায় দুই মাস আগে মৃত্যুর সংখ্যা ৬১,৭০০-এর বেশি বলে উল্লেখ করা হয়েছিল, যেখানে ধ্বংসস্তূপের নিচে থাকা হাজারো মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি মানুষ বন্দি হয়।