Logo
Logo
×

আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্পে কমপক্ষে ১,৬৪৪ জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম

মিয়ানমারে ভূমিকম্পে কমপক্ষে ১,৬৪৪ জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১,৬৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরও জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার ঘটে যাওয়া এই ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত মান্দালয় শহরে, উদ্ধারকর্মীরা একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক নারীকে ২৪ ঘণ্টারও বেশি সময় পর জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

এদিকে, প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দূরে, কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে ভবন, সেতু ও সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্গম অঞ্চলে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি স্পষ্ট নয় বলে ধারণা করা হচ্ছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন