Logo
Logo
×

আন্তর্জাতিক

সোমবার অস্ট্রেলিয়ায় ঈদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

সোমবার অস্ট্রেলিয়ায় ঈদ

৩১ মার্চ অস্ট্রেলিয়ায় সোমবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খালিজ টাইমসের খবরে বলা হয়, সূর্যোদয়ের পর নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হয় ঈদুল ফিতর। বৈশ্বিক এ সংশ্লিষ্ট বিভিন্ন সুখ্যাত কাউন্সিল এবং প্রথিতযশা মুসলিমরা এই পদ্ধতি অনুসরণ করছেন। এই হিসেবে অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান পালিত হবে ৩০টি রবিবার পর্যন্ত। ফলে তার পরদিন সোমবার হবে নতুন মাস। এদিন পালিত হবে ঈদুল ফিতর। 

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল বলেছে, ইমাম ও ইসলামিক ভিন্ন মতের আলেমদের শ্রদ্ধায় নিয়ে, তাদের অনুধাবন করে এবং সম্মান করে সব মুসলিমকে মুসলিম উম্মার ঐক্যের আহ্বান জানিয়েছেন। 

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি আশা প্রকাশ করেছেন, মুসলিম সম্প্রদায় এই ঈদে খুশি থাকবেন, আনন্দে থাকবেন এবং ঈদ হবে আশীর্বাদের। এ সময় যেন ফিলিস্তিনের গাজার ভাইবোনদের কেউ ভুলে না যান, তাদের জন্য প্রার্থনা করেন, তাদের সমর্থনের আহ্বান জানিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন