Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৯০০, আহত প্রায় ২,০০০

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৪৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৯০০, আহত প্রায় ২,০০০

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ ২০২৫-এ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৮৯৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৯৮৪ জন আহত হয়েছেন।

এছাড়া, ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়েছে, যা গত নভেম্বরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলায় আরও দুইজন আহত হয়েছেন।

গাজায় ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করেছে যে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা ও খাদ্য প্রবেশ করতে পারছে না, ফলে হাজারো ফিলিস্তিনি চরম ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে পড়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫০,২০৮ ফিলিস্তিনি নিহত এবং ১১৩,৯১০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন, যাদেরও মৃত বলে ধারণা করা হচ্ছে। এতে মোট প্রাণহানি ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, ৭ অক্টোবর ২০২৩-এ হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করে নেওয়া হয়।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন