Logo
Logo
×

আন্তর্জাতিক

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, ব্যাংককে নিখোঁজ ৮১

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:১১ পিএম

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, ব্যাংককে নিখোঁজ ৮১

মান্দালয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ির চিত্র। ছবি: বিবিসি

মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৩২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স নিহত ও আহতের এই তথ্য জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিদোতে। সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া, মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

অপরদিকে, মিয়ানমারের পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিখোঁজ আছেন।

ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন বলে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে। যার মধ্যে ২০ জন লিফটের ফাঁকায় আটকা পড়েছেন।

সেখানে কতজন মারা গেছেন তা জানানো হয়নি। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর ব্যাংকক ও মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তার জন্য বিশ্বের ‘যেকোনো দেশ ও সংস্থাকে’ আমন্ত্রণ জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

উল্লেখ্য, আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২১ মিনিটে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন