Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইফতার আয়োজন, মুসলিম সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের বার্তা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৫০ পিএম

হোয়াইট হাউসে ইফতার আয়োজন, মুসলিম সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের বার্তা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার-নৈশভোজের আয়োজন করেন, যেখানে মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। রমজানের পবিত্রতা স্বীকৃতি জানিয়ে তিনি বলেন, “রমজান মুবারক” এবং মুসলিম-আমেরিকানদের ক্রমবর্ধমান সমর্থনের কথা তুলে ধরেন। তিনি অর্থনৈতিক সহায়তা, শিক্ষা সংস্কার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ঐতিহাসিক আব্রাহাম চুক্তির সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে তুলসি গ্যাবার্ড, সিনেটর লিন্ডসে গ্রাহাম, কংগ্রেসম্যান আবে হামাদেহ, হোয়াইট হাউস প্যাস্টর পলা হোয়াইটসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিশিগানের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী হ্যামট্রামিকের মেয়র আমের গালিব ও ডিয়ারবর্ন হাইটসের মেয়র বিল বাজ্জিকে যথাক্রমে কুয়েত ও তিউনিসিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প।

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা এই আয়োজনে অংশ নেন। বক্তব্যের শেষে ট্রাম্প শান্তি ও ধর্মীয় নিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, “আপনাদের জন্য হোয়াইট হাউসে একজন ব্যক্তি আছেন, যিনি আপনাদের ভালোবাসেন।”

তবে এই আয়োজন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ট্রাম্প প্রশাসন মুসলিম শিক্ষার্থী ও অধ্যাপকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, যা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে এই ইফতার আয়োজনকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন অনেকে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন