মক্কার গ্র্যান্ড মসজিদ
মাসে বিদ্যুৎ বিল ৪৮ কোটি টাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৪০ পিএম
-67e51d253aa92.jpg)
সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র গ্র্যান্ড মসজিদ পরিচালনায় প্রতিদিন প্রায় ১০০ মেগাভোল্ট অ্যাম্পিয়ার বিদ্যুতের প্রয়োজন পড়ে। এতে প্রতি মাসে প্রায় ৪৮ কোটি টাকার বেশি (প্রায় ৪ মিলিয়ন ডলার) বিদ্যুৎ বিল গুনতে হয়। সৌদি সংবাদমাধ্যম আল-ইখবারিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি গ্র্যান্ড মসজিদের ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হয়েছে। এর ফলে একসঙ্গে ২০ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
আধুনিক প্রযুক্তির বিশাল পরিসরের সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে এই সম্প্রসারণের আওতায়। এর মধ্যে রয়েছে ৮ হাজার স্পিকারের সাউন্ড সিস্টেম। নজরদারি ক্যামেরা রয়েছে ৮ হাজারের বেশি। এছাড়া ১ লাখ ২০ হাজার আলোকসজ্জার ইউনিট, ১ লাখ ৫৫ হাজার টন ক্ষমতাসম্পন্ন কুলিং সিস্টেম, ৮৮৩টি এয়ার কন্ডিশনিং ইউনিট, ৪ হাজার ৩২৩টি বায়ু চলাচল ও মিস্টিং ফ্যান, ৫১৯টি এসকেলেটর এবং ১৬টি ভাষায় পরিচালিত ১০০টি ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন।
ইতিমধ্যে মসজিদের এই বিশাল পরিচালন ব্যয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রস্তাব দিচ্ছেন, মক্কার হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বিশেষ ফি আরোপ করে এই ব্যয় বহনের।