Logo
Logo
×

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে যুদ্ধ বন্ধ করতে রাজি রাশিয়া-ইউক্রেন, কিন্তু শর্ত দিল মস্কো

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম

কৃষ্ণ সাগরে যুদ্ধ বন্ধ করতে রাজি রাশিয়া-ইউক্রেন, কিন্তু শর্ত দিল মস্কো

রাশিয়া আর ইউক্রেন কৃষ্ণ সাগরে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে, তবে রাশিয়া শর্ত দিয়েছে—তাদের কৃষিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল না হলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। সৌদি আরবে মার্কিন মধ্যস্থতায় হওয়া আলোচনায় দুই দেশ এই সিদ্ধান্তে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার শর্তগুলো পর্যালোচনা করা হচ্ছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেও, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড ভাগ করার গোপন আলোচনা করছে।

খবরে বলা হয়েছে, রাশিয়া ডোনেটস্ক, জাপোরিঝিয়া ও খেরসন পুরোপুরি দখল করতে চায়, তবে ইউক্রেন এটি একদমই মানবে না বলে জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, নৌ চলাচল নিরাপদ রাখতে ও কালো সাগরে বলপ্রয়োগ বন্ধ করতে দুই দেশ সম্মত হয়েছে। কিন্তু রাশিয়া চায়, তাদের কৃষি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, এবং তারা আবারও আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে যুক্ত হোক।

ট্রাম্প প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি সত্যিই যুদ্ধবিরতি চায়, তাহলে ওডেসা ও অন্য বন্দর শহরে হামলা বন্ধ করতে হবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, রুশ যুদ্ধজাহাজ যদি পূর্ব কালো সাগরের বাইরে আসে, তাহলে সেটাকে চুক্তি লঙ্ঘন ধরা হবে।

এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়, বিশেষ করে আফ্রিকা ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য।

এদিকে, মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ রাশিয়ার দাবির প্রতি সমর্থন জানানোয় জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধীরে ধীরে বুঝবে যে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করছে।

বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক বা সৌদি আরবের মতো কোনো দেশ কালো সাগরের নিরাপত্তা রক্ষায় যুক্ত হতে পারে।

এছাড়া, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে ট্রাম্প জানিয়েছেন, তবে ইউক্রেন এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে।

যুদ্ধ থামবে, নাকি নতুন চুক্তির অজুহাতে সংঘাত চলবে?

যদিও দুই দেশ সংঘর্ষ বন্ধের ঘোষণা দিয়েছে, তবে শান্তি এখনো অনেক দূরে। ইউক্রেন চায় রাশিয়া যেন আগ্রাসন বন্ধ করে, অন্যদিকে রাশিয়া শর্ত জুড়ে দিয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। এখন দেখার বিষয়, এই সমঝোতা কতদিন টিকে থাকে, আর এটি আসলেই সংঘাত কমাতে পারে কিনা।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন