Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্কারজয়ী তথ্যচিত্রের ফিলিস্তিনি পরিচালককে গ্রেপ্তার করল ইসরায়েলি সেনারা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:০৮ এএম

অস্কারজয়ী তথ্যচিত্রের ফিলিস্তিনি পরিচালককে গ্রেপ্তার করল ইসরায়েলি সেনারা

অস্কারজয়ী তথ্যচিত্র No Other Land-এর ফিলিস্তিনি পরিচালক হামদান বালালকে ইসরায়েলি সেনারা ধরে নিয়ে গেছে। তার আগে মুখোশ পরা কিছু বসতি স্থাপনকারী তার বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ইহুদি-আমেরিকান কর্মীর কথায়, হামদান, যে এই ছবির চার পরিচালকের একজন, তাকে প্রায় ১৫ জন অস্ত্রধারী বসতি স্থাপনকারী ঘিরে ধরে। ওরা তার বাড়ির আশেপাশে পাথর ছুঁড়তে থাকে, একটা পানির ট্যাঙ্ক গুঁড়িয়ে দেয়।

এক কর্মী বলেন, সেনারা এসে হামদানের পিছু নেয়, আর অন্য বসতি স্থাপনকারীরা সামরিক পোশাক পরে তাকে ধাওয়া করে। এরপরই তাকে ধরে সেনাদের হাতে তুলে দেয়। ওরা তার গাড়ির কাচ ভেঙে দেয়, টায়ার কেটে দেয়।

এই হামলার সময়, বাড়ির ভেতরে রক্ত পড়ে থাকতে দেখা যায়, পরিবারের লোকজন বলছেন, মাথায় আঘাত পাওয়ায় এত রক্ত পড়েছে। পরে হামদান আর নাসের নামে আরেকজনকে পুলিশ নিয়ে যায়, কিন্তু কেন, তা কেউ জানে না।

ইসরায়েলি সেনাবাহিনীর (IDF) বক্তব্য, প্যালেস্টাইনি ও ইসরায়েলিদের মধ্যে নাকি সংঘর্ষ হয়েছিল, আর তারা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোড়ার অভিযোগে তিন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে।

ছবির আরেক পরিচালক বাসেল আদরা মনে করছেন, এটা No Other Land-এর আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিশোধ হতে পারে। তার কথায়, "বসতি স্থাপনকারীরা এখানে প্রতিদিন ফিলিস্তিনিদের গায়ে হাত তুলছে। তাদের হামলা আরও বেড়ে গেছে। মনে হচ্ছে, ছবিটা অস্কার জেতায় ওরা প্রতিশোধ নিচ্ছে।"

আরেক পরিচালক ইউভাল আব্রাহাম X (আগের টুইটার)-এ লিখেছেন, "বসতি স্থাপনকারীরা হামদানকে মেরে রক্তাক্ত করেছে। তার মাথা আর পেটে আঘাত লেগেছে। অ্যাম্বুলেন্স ডাকার পর সেনারা সেটা আটকে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।"

এই ছবির পরিচালকরা আগেও হামলার শিকার হয়েছেন। ফেব্রুয়ারিতেও বসতি স্থাপনকারীরা বাসেল আদরার ওপর হামলা করেছিল।

এদিকে, ইসরায়েলের সংস্কৃতি মন্ত্রী বলেছেন, "এই ছবির অস্কার জয় বিশ্ব সিনেমার জন্য দুঃখজনক মুহূর্ত।"

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন