Logo
Logo
×

আন্তর্জাতিক

ভোরে ইসরায়েলের হামলায় নারীসহ ১২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

ভোরে ইসরায়েলের হামলায় নারীসহ ১২ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ) ভোরে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তারা প্রাণ হারান।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলের বোমা হামলায় ছয়জন, দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় চারজন এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় দুই নারী নিহত হন।

আল জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়, ভোরে গাজার খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৭৪ জন। তবে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আছেন হাজারো ফিলিস্তিনি। তাদরেকে মৃত ধরে গাজার সরকারি মিডিয়া জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন