
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়, যার পাল্টা জবাবে ইসরায়েল হামলা চালায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় একজন শিশুসহ অন্তত সাতজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা, অস্ত্র ভাণ্ডার এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার না করলেও ইসরায়েল তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলে তিনটি রকেট লঞ্চার ধ্বংস করেছে এবং বিষয়টি তদন্ত করছে।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। চুক্তি অনুযায়ী, লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে মোতায়েন থাকার কথা থাকলেও ইসরায়েল দাবি করছে, সেটি পুরোপুরি কার্যকর হয়নি। লেবানন বলছে, ইসরায়েলের হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। ইসরায়েল বলছে, তারা সীমান্ত সুরক্ষিত করতে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে।
এই সংঘাতে ইতোমধ্যে লেবাননে ৪,০০০ জন নিহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তবে সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে।