Logo
Logo
×

আন্তর্জাতিক

কাবা শরীফের কোনো ইমাম রমজানের শেষ দশ দিনের বিশেষ আমল সংক্রান্ত এই পরামর্শগুলো দেননি

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

কাবা শরীফের কোনো ইমাম রমজানের শেষ দশ দিনের বিশেষ আমল সংক্রান্ত এই পরামর্শগুলো দেননি

সৌদি আরবের মক্কার কাবা শরীফের ইমামের ফর্মুলা বা পরামর্শ দাবিতে কিছু তথ্য গেল বেশ কয়েক বছর ধরে ইন্টারনেটে বিদ্যমান। 

দাবি করা হচ্ছে, কাবা শরীফের ইমাম রমজানের শেষ দশকের প্রতিদিন তিনটি বিশেষ আমল করার কথা বলেছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা’আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা’আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর’আন পাঠের সাওয়াব পাবেন।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাবা শরীফের কোনো ইমামই রমজানের শেষ দশকের প্রতিদিন তিনটি বিশেষ আমল করা সংক্রান্ত কোনো পরামর্শ দেননি। নির্ভরযোগ্য সূত্র এবং হারামাইন শরীফের অফিশিয়াল সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

মূলত, রমজানের শেষ দশদিনের জন্য কাবা শরীফের ইমামের ফর্মুলা বা পরামর্শ দাবিতে কিছু তথ্য গেল বেশ কয়েক বছর ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। দাবি করা হচ্ছে, কাবা শরীফের রমজানের শেষ দশ দিনের প্রতিদিন তিনটি বিশেষ আমল করার কথা বলেছেন। বছর বছর ইমামের নাম বদলে দিয়ে একই দাবি প্রচার হতে দেখা যায়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, কাবার কোনো ইমামই এ সংক্রান্ত কোনো পরামর্শ দেননি। নির্ভরযোগ্য সূত্র এবং হারামাইন শরীফের অফিশিয়াল সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, রমজানের শেষ দশ দিনের প্রতিদিন তিনটি বিশেষ আমল বিষয়ে কাবা শরীফের ইমামের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, গেল বছর বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধানের পর ফ্যাক্টচেক প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন