Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম

যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিল করতে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে এই অভিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিবাসীরা বাইডেন প্রশাসনের সময়ে চালু হওয়া ‘সিএইচএনভি’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন কমানো এবং ভালোভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অভিবাসীদের বৈধতা দেওয়া।

তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই কর্মসূচি স্থগিত করেন এবং অভিবাসীদের অস্থায়ী বৈধতা বাতিলের ঘোষণা দেন।

এখনও স্পষ্ট নয় যে এই অভিবাসীদের মধ্যে কতজন ইতোমধ্যে অন্য কোনো আইনি ভিসা বা স্থায়ী অনুমোদন পেয়েছেন। তবে ফেডারেল সরকারের ৩৫ পৃষ্ঠার নোটিশে বলা হয়েছে, কিছু অভিবাসী বিশেষ বিবেচনায় থাকার অনুমতি পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (DHS) বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে বলেছে, এই কর্মসূচি ব্যর্থ হয়েছে এবং এর ফলে আমেরিকান শ্রমিকদের ক্ষতি হয়েছে। সংস্থাটি দাবি করেছে, “এই অভিবাসীদের কারণে চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং অপরাধের হারও বৃদ্ধি পেয়েছে।”

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র ভবিষ্যৎও অনিশ্চিত। ট্রাম্প প্রশাসন তাদের বৈধতা বাতিলের বিষয়ে চিন্তা-ভাবনা করছে।

প্রভাবিত অভিবাসীদের সংখ্যা

এই কর্মসূচির আওতায় ভিসা পাওয়া অভিবাসীদের মধ্যে—

 হাইতি: ২ লাখ ১৩ হাজার

 ভেনেজুয়েলা: ১ লাখ ২০ হাজার ৭০০

কিউবা: ১ লাখ ১০ হাজার ৯০০

 নিকারাগুয়া: ৯৩ হাজার

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি ইতোমধ্যে বিভিন্ন অভিবাসন কর্মসূচি বাতিল করেছেন, যদিও তার বেশ কয়েকটি সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন