২০২৪ সালে রেকর্ড ৮,৯৩৮ অভিবাসীর মৃত্যু, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে: আইওএম

বিশ্বজুড়ে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ২০২৪ সালে রেকর্ড ৮,৯৩৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করেছে যে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুর তথ্য নথিভুক্ত হয় না বা নিখোঁজদের সন্ধান পাওয়া যায় না।
আইওএম-এর তথ্য অনুযায়ী, এশিয়া ছিল সবচেয়ে প্রাণঘাতী অঞ্চল, যেখানে ২,৭৮৮ জন অভিবাসী মারা গেছেন। দ্বিতীয় স্থানে ভূমধ্যসাগর, যেখানে ২,৪৫২ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকায় প্রাণ হারিয়েছেন ২,২৪২ জন। এছাড়া, ক্যারিবীয় অঞ্চলে ৩৪১ জন, ইউরোপে ২৩৩ জন এবং কলম্বিয়া ও পানামার দারিয়েন গিরিখাতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
আইওএম-এর মিসিং মাইগ্রেন্টস প্রকল্পের সমন্বয়ক জুলিয়া ব্ল্যাক বলেন, “অনেক মৃত্যুর খবর নথিভুক্ত হয় না, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এদিকে, আইওএম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থসহায়তা সংকটের কারণে সংস্থাটি অনেক গুরুত্বপূর্ণ ‘জীবন রক্ষাকারী’ কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে লাখো অভিবাসী নতুন করে সংকটে পড়বেন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ভয়াবহ অভিবাসন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মানবিক উদ্যোগ গ্রহণ করা জরুরি।