ইসরায়েলের নিরাপত্তাপ্রধান বরখাস্ত, ঘোষণা দিলেন নেতানিয়াহু

রোনেন বার (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে চালানো হামলা আগে থেকে আঁচ করতে ব্যর্থ হওয়ায় তাকে এই সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে বারকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদিত হয়। মন্ত্রিসভার সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের পক্ষে মত দেন। আগামী ১০ এপ্রিল রোনেন বার তার দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন।
বারকে ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য শিন বেতের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
গত রোববার এক ভিডিও বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারকে বরখাস্ত করার পরিকল্পনার কথা প্রকাশ করেন। তিনি বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে তার (বারের) প্রতি আমার অবিশ্বাস আরও বেড়েছে।"
নেতানিয়াহুর এই বক্তব্য ও শিন বেতের প্রধানের বরখাস্তের সিদ্ধান্ত ইসরায়েলের নিরাপত্তা কাঠামোর অভ্যন্তরীণ টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে।