Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে হামাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম

ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে হামাস

ইসরায়েলের হামলার জবাবে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই মাস পর এবার প্রথম ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়া জানাল হামাস। 

ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিনটি রকেট কেন্দ্রীয় ইসরায়েলের দিকে ছোড়া হয়। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এবং বাকি দুটি খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামাস এই হামলার কথা স্বীকার করেছে।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা তেল আবিব শহর লক্ষ্য করে এম-৯০ রকেট নিক্ষেপ করেছে। গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় গাজায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে।

গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম গাজা থেকে রকেট হামলা করা হলো। এর আগে গত মঙ্গলবার ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে। এর পরের দিন তারা স্থল অভিযান শুরু করে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন