যুক্তরাষ্ট্রে বিধ্বংসী টর্নেডোর তাণ্ডব: নিহত ৩৪, ধ্বংসস্তূপে পরিণত বহু এলাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে বিধ্বংসী টর্নেডোর আঘাতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে, যার মধ্যে শুধু মিসৌরিতেই ১২ জন প্রাণ হারিয়েছে। টর্নেডোর তাণ্ডবে গাড়ি উল্টে গেছে, বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। কানসাসে ধুলিঝড়ের কারণে অন্তত আটজন নিহত হয়েছে, যেখানে ৫৫টির বেশি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। খবর বিবিসির।
শনিবার সন্ধ্যায় পাঁচটি রাজ্যে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, যার মধ্যে মিশিগান, মিসৌরি ও ইলিনয় অন্যতম। পূর্ব লুইজিয়ানা, পশ্চিম জর্জিয়া, কেন্দ্রীয় টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেলে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে।
মিসিসিপির গভর্নর টেট রিভস জানিয়েছেন, রাজ্যে ছড়িয়ে পড়া একাধিক টর্নেডোর কারণে সেখানে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় মিসিসিপি, পূর্ব লুইজিয়ানা, পশ্চিম টেনেসি, আলাবামা ও আরকানসাসে আকস্মিক বন্যা ও প্লাবনের সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, এই বন্যাগুলো প্রাণঘাতী হতে পারে।
শনিবার রাতে আলাবামার বেশ কয়েকটি অঞ্চলে টর্নেডো সতর্কতা জারি করা হয়। NWS জানিয়েছে, এই এলাকাগুলিতে "বিপজ্জনক ও দীর্ঘস্থায়ী টর্নেডো" আঘাত হানতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সংস্থাটি পরামর্শ দিয়েছে, ঝড় থামার আগ পর্যন্ত নিরাপদ ও মজবুত স্থানে আশ্রয় নিতে হবে।
মিসৌরির গভর্নর মাইক কিহো বলেছেন, রাজ্যটিতে প্রবল ঝড় ও টর্নেডোর আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ২৫টি কাউন্টিতে ১৯টি টর্নেডোর খবর পাওয়া গেছে।
আরকানসাসে তিনজন নিহত এবং ২৯ জন আহত হওয়ার পর গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এবং ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটও তাদের রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। ওকলাহোমায় এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার রাতে টেক্সাসে ধুলিঝড়ের ফলে ৩৮টি গাড়ির সংঘর্ষ হয়, যাতে তিনজন প্রাণ হারায়। রাজ্যের জননিরাপত্তা বিভাগের সার্জেন্ট সিন্ডি বার্কলি বলেন, "এটি আমার দেখা সবচেয়ে খারাপ পরিস্থিতি। ধুলো কমার পরই বুঝতে পারলাম, কতগুলো গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।" টেক্সাসে আরও একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
বিধ্বংসী ঝড়ের কারণে বিভিন্ন রাজ্যে ১০০-রও বেশি দাবানল সৃষ্টি হয়েছে, যার মধ্যে ওকলাহোমার "৮৪০ রোড ফায়ার" ২৭,৫০০ একর জমি পুড়িয়ে দিয়েছে এবং তা এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।
যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটি "টর্নেডো অ্যালি" নামে পরিচিত, যেখানে উষ্ণ ও আর্দ্র বাতাস ঠান্ডা বাতাসের সাথে মিশে প্রচণ্ড শক্তিশালী টর্নেডো তৈরি করে। মে-জুন মাসে টর্নেডোর মৌসুম সবচেয়ে সক্রিয় থাকলেও এটি বছরের যেকোনো সময় ঘটতে পারে।