৪১ দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তানসহ ৪১টি দেশের নাগরিকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে।
রয়টার্সের তথ্যানুসারে, এই দেশগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপের ১০টি দেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, যার মধ্যে আছে আফগানিস্তান, ইরান ও উত্তর কোরিয়া। দ্বিতীয় গ্রুপের ৫টি দেশ আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়বে, যেখানে মিয়ানমার ও হাইতির নাম রয়েছে। তৃতীয় গ্রুপের ২৬টি দেশের জন্য শর্তসাপেক্ষে ভিসা সীমিত করা হতে পারে।
নিউ ইয়র্ক টাইমস প্রথম এই তালিকা প্রকাশ করে। ২০২৩ সালে ট্রাম্প গাজার পাশাপাশি লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।