Logo
Logo
×

আন্তর্জাতিক

উইঘুর নির্বাসনের ঘটনায় থাই কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

উইঘুর নির্বাসনের ঘটনায় থাই কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

উইঘুর সম্প্রদায়ের ৪০ জন পুরুষকে চীনে নির্বাসনে পাঠানোর ঘটনায় থাইল্যান্ডের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। নির্বাসিত ব্যক্তিরা কারাবন্দি হতে পারেন বা মৃত্যুর মুখে পড়তে পারেন, এমন আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় কজন রয়েছেন, তা স্পষ্ট নয়।  

মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও জানিয়েছেন, থাই কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, যা তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে।  

চীন দাবি করেছে, ৪০ উইঘুরকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে এবং তারা পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। তবে রুবিও চীনের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, উইঘুররা সেখানে নিপীড়ন, জোরপূর্বক শ্রম ও নির্যাতনের শিকার হচ্ছেন।  

উল্লেখ্য, ২০১৪ সালে থাই কর্তৃপক্ষ ৩০০ উইঘুরকে আটক করে, যাদের মধ্যে অনেককে চীনে ফেরত পাঠানো হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন