পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা "ভালো এবং ফলপ্রসূ" হয়েছে: ট্রাম্প

আরো পড়ুন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার গতি বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা "ভালো এবং ফলপ্রসূ" হয়েছে। এই প্রস্তাব যুক্তরাষ্ট্রই দিয়েছিল, যা রাশিয়া সতর্কভাবে পর্যালোচনা করছে।
বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর ক্রেমলিন জানায়, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, পুতিন আলোচনা দীর্ঘায়িত করে যুদ্ধ চালিয়ে যেতে চান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারও সতর্ক করে বলেছেন, রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে "খেলতে" দেওয়া যাবে না।
যদিও হোয়াইট হাউজ বিশ্বাস করে যে দুই পক্ষ যুদ্ধের অবসানের কাছাকাছি, বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা এখনো জটিল। ইউক্রেন ও রাশিয়া উভয়ই কিছু ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যা যুদ্ধবিরতির পথে প্রধান বাধা।
এদিকে, ট্রাম্প কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও জেলেনস্কি দাবি করেছেন, পুতিন কঠিন ও অগ্রহণযোগ্য শর্ত আরোপ করছেন, যা কূটনীতিকে ব্যর্থ করার কৌশল।