Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের শর্ত: ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন ও জটিলতা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:০৫ এএম

পুতিনের শর্ত: ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন ও জটিলতা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একাধিক শর্ত নির্ধারণ করেছেন, যা পূরণ না হলে রাশিয়া এই যুদ্ধবিরতিতে সম্মত হবে না বলে ইঙ্গিত দিয়েছেন।

ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তিনি নীতিগতভাবে যুদ্ধবিরতির ধারণাকে সমর্থন করেন, তবে “সংঘর্ষের মূল কারণগুলো” নিরসন করতে হবে। তিনি শর্ত দেন যে, যুদ্ধবিরতির ৩০ দিনের সময়কালে ইউক্রেন নতুন করে অস্ত্র সংগ্রহ বা সেনা মোতায়েন করতে পারবে না এবং পশ্চিমা সামরিক সহায়তা বন্ধ রাখতে হবে।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের আগে পুতিনের বক্তব্যকে “আশাব্যঞ্জক কিন্তু অসম্পূর্ণ” বলে মন্তব্য করেন।

পুতিনের দাবির জবাবে ইউক্রেনের প্রতিক্রিয়া

পুতিন দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধবিরতির কথা বলছে কারণ রুশ বাহিনী প্রায় সব ফ্রন্টেই এগিয়ে যাচ্ছে এবং তারা গত বছর ইউক্রেনের আকস্মিক অভিযান চালানো কুর্স্ক অঞ্চলের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চলেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের প্রতিক্রিয়াকে “চালাকিসংকুল ও বিভ্রান্তিমূলক” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "পুতিন যুদ্ধবিরতির এমন শর্ত দিচ্ছেন, যা যুদ্ধকে দীর্ঘায়িত করবে অথবা কার্যত যুদ্ধবিরতিকে অসম্ভব করে তুলবে।"

জেলেনস্কি আরও বলেন, "পুতিন প্রকাশ্যে ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান। তাই তিনি যুদ্ধবিরতিকে এমন শর্তের মধ্যে বাঁধতে চাইছেন, যাতে এটি ব্যর্থ হয়।"

মার্কিন কূটনৈতিক অবস্থান ও চূড়ান্ত সমাধানের আলোচনা

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, “অনেক বিষয়ে আলোচনা চলছে, যার মধ্যে ভূখণ্ড সংক্রান্ত বিষয়, বিদ্যুৎকেন্দ্র ও ন্যাটো সদস্যপদ অন্তর্ভুক্ত রয়েছে।" তিনি বলেন, “আমরা চাই না যুদ্ধবিরতি শুধু সময় নষ্ট করুক। তাই স্পষ্টভাবে বলা হচ্ছে, ইউক্রেন কী পাবে আর কী পাবে না। এখন দেখার বিষয় রাশিয়া কী সিদ্ধান্ত নেয়।”

যদিও ট্রাম্প বলেছেন, রাশিয়াকে চাপে রাখার জন্য অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাজ্য ও পশ্চিমাদের প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, "যুদ্ধবিরতির জন্য পুতিনের শর্ত আরোপ করা অনুচিত। আমাদের ইউক্রেনের প্রতি সমর্থন অবিচল থাকবে।"

পুতিন কুর্স্ক অঞ্চলে সামনের সারির সেনাদের সঙ্গে দেখা করেছেন এবং যুদ্ধক্ষেত্রের অবস্থা সম্পর্কে সরাসরি ব্রিফিং নিয়েছেন। তবে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে সেখানে সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেনি, বরং জেলেনস্কি বলেন, “সেনাদের জীবন রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব কি না, তা এখনো অনিশ্চিত।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন