Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ায় যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা, উদ্দেশ্য ইউক্রেনে যুদ্ধবিরতি আলোচনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম

রাশিয়ায় যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা, উদ্দেশ্য ইউক্রেনে যুদ্ধবিরতি আলোচনা

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন বুধবার কুর্সকে একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন।

মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রাশিয়ায় যাচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই খবরটি আসে এমন এক সময়, যখন ইউক্রেন সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এখন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে রাশিয়ার হাতে এবং শান্তি আলোচনার মাধ্যমেই কেবল এই সংঘাতের অবসান সম্ভব।

এই বৈঠকের মধ্যেই ক্রেমলিন দাবি করেছে যে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার কুর্স্ক অঞ্চল পরিদর্শন করেছেন, যেখানে গত বছর ইউক্রেনীয় বাহিনী প্রবেশ করেছিল।

মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব রাশিয়াকে এই ইতিবাচক প্রস্তাবে রাজি করানো।

ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে, এবং ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ হতে পারে।

বুধবার, হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখায়েল মার্টিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক বার্তা পেয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, “শুধু ইতিবাচক বার্তা যথেষ্ট নয়, কারণ এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেন, মার্কিন জাতীয় নিরাপত্তা সচিব মাইক ওয়াল্টজ রাশিয়ার তার রুশ সমকক্ষের সঙ্গে কথা বলেছেন।

সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ আলোচনার জন্য মস্কো যাবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে এবং কয়েকদিনের মধ্যে বিভিন্ন মাধ্যমে এর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ওভাল অফিসে ট্রাম্প বলেন, “রাশিয়ার জন্য যুদ্ধবিরতি বাস্তবসম্মত হবে।” তিনি আরও জানান, “এই পরিস্থিতি একটি পক্ষের জন্য সমাধান হয়ে গেছে, তবে ভূমি নিয়ন্ত্রণ নিয়ে আরও আলোচনা প্রয়োজন”।

তিনি রাশিয়াকে চাপ প্রয়োগের ইঙ্গিত দিয়ে বলেন, “আমি অর্থনৈতিকভাবে এমন কিছু করতে পারি যা রাশিয়ার জন্য ক্ষতিকর হবে, তবে আমি চাই না কারণ আমার লক্ষ্য শান্তি।”

যুদ্ধবিরতির আলোচনা চললেও ইউক্রেনজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ক্রিভি রিহ, ওডেসা, দনিপ্রো ও খারকিভে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে।

রাশিয়ার কুর্স্ক অঞ্চলেও লড়াই চলছে, যেখানে ক্রেমলিনের দাবি, রুশ সেনারা সফলভাবে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের দখলকৃত কিছু এলাকা পুনর্দখল করেছে।

বুধবার, পুতিন কুর্স্কে সামরিক ঘাঁটি পরিদর্শন করেন, যেখানে তিনি সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করেন।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, কিছু ইউক্রেনীয় বাহিনী কুর্স্ক থেকে পিছু হটছে।

তিনি টেলিগ্রামে লিখেছেন, “সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমার সর্বোচ্চ অগ্রাধিকার হলো ইউক্রেনীয় সৈন্যদের জীবন রক্ষা করা।”

এখন দেখার বিষয়, রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয়। সূত্র: বিবিসি


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন