Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন জিম্মি: অভিযান চালিয়ে ১০০ জনকে ‍উদ্ধার, ১৬ সন্ত্রাসী নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:২৩ এএম

পাকিস্তানে ট্রেন জিম্মি: অভিযান চালিয়ে ১০০ জনকে ‍উদ্ধার, ১৬ সন্ত্রাসী নিহত

ফাইল ছবিতে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে চলাচলরত জাফর এক্সপ্রেস ট্রেন দেখা যাচ্ছে। ছবি: পাকিস্তান রেলওয়ে

মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের দুর্গম এলাকায় জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনায় ৪০০-র বেশি যাত্রী জিম্মি হন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন।

নিরাপত্তা বাহিনী বোলান পাসের ধাধর এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৬ জন সন্ত্রাসীকে হত্যা করেছে এবং ১০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেছে, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। তবে উদ্ধার হওয়া যাত্রীরা সামরিক অভিযানের মাধ্যমে মুক্ত হয়েছেন নাকি সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিয়েছে, তা স্পষ্ট নয়।

টানেলের কাছে ভয়াবহ হামলা

রেলওয়ে কর্মকর্তাদের মতে, সকাল ৯টায় কোয়েটা থেকে জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১টার দিকে মুশকাফ টানেলের কাছে পানির ও পেশি স্টেশনের মধ্যবর্তী স্থানে সন্ত্রাসীরা ট্রেনের ওপর রকেট হামলা চালায়। চালক গুরুতর আহত হন এবং ট্রেন থেমে যায়। এরপর তীব্র গুলি বিনিময় হয় এবং সন্ত্রাসীরা কিছু যাত্রীকে বেছে নিয়ে জিম্মি করে পাহাড়ি অঞ্চলে নিয়ে যায়।

বেলুচ লিবারেশন আর্মি (BLA) হামলার দায় স্বীকার করে জানায় যে তারা একাধিক যাত্রীকে জিম্মি করেছে। যদিও তারা কিছু নারী ও শিশুকে ছেড়ে দেওয়ার দাবি করেছে, তবে এটি নিশ্চিত করা যায়নি।

নিরাপত্তা বাহিনীর অভিযান ও উদ্ধার কার্যক্রম

সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় অবস্থান নিচ্ছিল এবং স্বয়ংক্রিয় অস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করছিল। নিরাপত্তা বাহিনী ১০৪ জন যাত্রীকে উদ্ধার করে পানের রেলওয়ে স্টেশনে স্থানান্তর করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছেন।

সরকার সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে এবং অ্যাম্বুলেন্স ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠিয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, “নিরপরাধ যাত্রীদের ওপর হামলা অমানবিক ও ঘৃণ্য।”

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, "সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করে যাবে।" তিনি নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন, "সন্ত্রাসীদের পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "রমজানের পবিত্র মাসে এই বর্বর হামলা প্রমাণ করে যে এসব সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।" তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সূত্র: ডন


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন