মঙ্গলবার সৌদি আরবে গুরুত্বপূর্ণ বৈঠক: ইউক্রেন সংকট ও বৈশ্বিক কূটনীতির মোড় ঘুরবে?

মার্কো রুবিও এবং মোহাম্মদ বিন সালমান সোমবার সৌদি আরবের জেদ্দায় রয়্যাল প্যালেস প্রাঙ্গণে। ছবি: সাউল লোব/এএফপি/গেটি ইমেজেস
ইউক্রেন যুদ্ধের তিন বছর পেরিয়ে গেলেও সংকট নিরসনের কোনো কার্যকর সমাধান এখনো আসেনি। এ পরিস্থিতিতে মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠকের মূল লক্ষ্য যুদ্ধবিরতির সম্ভাবনা ও সামরিক সহায়তা পুনরায় চালুর বিষয়ে আলোচনা।
ইউক্রেনের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক, ইতোমধ্যে জেদ্দায় পৌঁছেছেন। এছাড়াও কিয়েভ থেকে বেশ কয়েকজন মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা আলোচনায় অংশ নেবেন। অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে পৌঁছান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। যদিও মূল আলোচনায় তিনি সরাসরি অংশ নেবেন না বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অবস্থান ও রুবিওর বক্তব্য
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, "এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। উভয় পক্ষকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা জানতে চাই, ইউক্রেন যুদ্ধবিরতির জন্য কতটা ছাড় দিতে প্রস্তুত এবং রাশিয়ার চাওয়া থেকে তারা কতটা দূরে রয়েছে।"
রুবিওর মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি আলোচনায় বসতে চাপ দিচ্ছে। সূত্র; দ্য গার্ডিয়ান