Logo
Logo
×

আন্তর্জাতিক

কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:১৬ পিএম

কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনাদের প্রায় সম্পূর্ণ ঘিরে ফেলেছে রুশ সেনারা, জানিয়েছে রয়টার্স। ওপেন সোর্স ম্যাপিং অনুসারে, রুশ বাহিনীর পাল্টা আক্রমণের ফলে ইউক্রেনীয় বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং তাদের প্রধান সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, যা কিয়েভের জন্য বড় ধরনের কূটনৈতিক ও সামরিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়।

রাশিয়ার পাল্টা আক্রমণ ও ইউক্রেনের দুর্বলতা

 গত আগস্টে ইউক্রেনীয় সেনারা রুশ সীমান্ত অতিক্রম করে কুর্স্ক অঞ্চলে প্রবেশ করেছিল। কিয়েভ আশা করেছিল, এ অঞ্চলে তাদের উপস্থিতি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে কৌশলগত সুবিধা দেবে। তবে সাম্প্রতিক রুশ পাল্টা আক্রমণের ফলে ইউক্রেনের সেনারা ক্রমশ ঘেরাবন্দি হয়ে পড়ছে।

একটি নির্ভরযোগ্য ইউক্রেনীয় সামরিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম জানায়, কুর্স্কে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীর প্রায় তিন-চতুর্থাংশ এখন প্রায় সম্পূর্ণভাবে ঘেরাবন্দি। তারা মাত্র ১ কিলোমিটার লম্বা এবং ৫০০ মিটার প্রশস্ত একটি সরু করিডরের মাধ্যমে রুশ সীমান্তের কাছাকাছি থাকা অন্য ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে। রুশ বাহিনী এখন এই করিডরও বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

মার্কিন সহায়তা বন্ধ ও রুশ হামলা বৃদ্ধি

 এ পরিস্থিতির অবনতি ঘটে মার্কিন প্রশাসনের গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করার সিদ্ধান্তের পরপরই। যুক্তরাষ্ট্র এতদিন ইউক্রেনকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে পূর্বাভাস দিত, যা হামলা প্রতিহত করতে সাহায্য করত। তবে গত সপ্তাহে ওয়াশিংটন কিয়েভের সঙ্গে এই সহযোগিতা বন্ধ করে দিলে পরদিনই রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শক্তিকেন্দ্র ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ওডেসা ও পোলটাভা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন