Logo
Logo
×

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করল জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:৫৭ পিএম

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করল জাতিসংঘ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রেশন বা খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) । এখন থেকে প্রতি মাসে রোহিঙ্গাদের মাথাপিছু ছয় ডলার রেশন দেবে আন্তর্জাতিক এই সংস্থাটি।

আজ রবিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে রোহিঙ্গারা মাথাপিছু ১২ দশমিক ৫০ ডলারের খাদ্য সহায়তা পান। তবে তহবিল সংকটের কারণে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকে তা ছয় ডলারে নেমে আসবে।

এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় খাদ্য সংকট ও অপুষ্টি বাড়বে বলে আশঙ্কা করছেন ত্রাণ কর্মকর্তারা।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান রয়টার্সকে বলেন, গতকাল আমাকে মৌখিকভাবে সাড়ে ছয় ডলার সহায়তা কমিয়ে আনার এই তথ্য জানানো হয় এবং আজ আমি এ সংক্রান্ত চিঠি পেয়েছি। পহেলা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, আমরা এখন যে পরিমাণ সহায়তা পাচ্ছি তাই যথেষ্ট নয়। নতুন কাটছাঁটের পরিণতি কী হবে তা কল্পনা করাই কঠিন।

এই ব্যাপারে ঢাকাস্থ জাতিসংঘের ডব্লিউএফপি’র মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেননি। 

সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার সময় পালিয়ে আসে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন