Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করেছে: হোয়াইট হাউস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৪৫ এএম

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করেছে: হোয়াইট হাউস

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে। মাত্র কয়েকদিন পরেই যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে উত্তপ্ত বিতর্ক হয়েছিল। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে রয়টার্স জানিয়েছে।

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা পর্যালোচনা করছে, যাতে এটি যুদ্ধ সমাধানে ভূমিকা রাখে।

ব্লুমবার্গ ও ফক্স নিউজ জানিয়েছে, এই স্থগিতাদেশ তখন পর্যন্ত বলবৎ থাকবে, যতক্ষণ না ট্রাম্প নিশ্চিত হন যে ইউক্রেনের নেতৃত্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

"এটি কোনো স্থায়ী বন্ধ নয়, বরং একটি সাময়িক স্থগিতাদেশ," ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ জানিয়েছে।

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন যে তিনি সামরিক সহায়তা স্থগিত করার বিষয়ে আলোচনা করেননি। তবে তিনি জেলেনস্কিকে ইঙ্গিত করে বলেন, "তাঁর উচিত ওয়াশিংটনের সহায়তার প্রতি আরও কৃতজ্ঞ হওয়া।"

যুদ্ধ তিন বছর পার করতে চলেছে, আর এই সময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন