Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মী ছাঁটাই সাময়িক স্থগিত করলেন ক্যালিফোর্নিয়ার বিচারক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মী ছাঁটাই সাময়িক স্থগিত করলেন ক্যালিফোর্নিয়ার বিচারক

এএফজিই লোকাল ৭০৪-এর সদস্যসহ বিভিন্ন ব্যক্তি যুক্তরাষ্ট্রের শিকাগো, ইলিনয়েসে ফেডারেল প্লাজায় সমবেত হয়ে পরিবেশ সুরক্ষা সংস্থার ছাঁটাইকৃত শিক্ষানবীস কর্মীদের সমর্থনে সমাবেশে অংশ নেন, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫। রয়টার্স/ফাইল ছবি

ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব ডিফেন্স) ও অন্যান্য ফেডারেল সংস্থাগুলোতে হাজার হাজার নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীর গণহারে ছাঁটাইয়ের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন।

সান ফ্রান্সিসকোর যুক্তরাষ্ট্রের জেলা বিচারক উইলিয়াম আলসাপ শুনানির সময় জানান যে, যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)-এর কোনো কর্মী, বিশেষ করে শিক্ষানবীস কর্মীদের ছাঁটাই করার ক্ষমতা নেই। সাধারণত শিক্ষানবীস কর্মীদের চাকরির অভিজ্ঞতা এক বছরের কম হয়, যার ফলে তাদের চাকরি নিরাপত্তার ঝুঁকিতে থাকে।

ফেডারেল কর্মী ছাঁটাইয়ে ট্রাম্প ও ইলন মাস্কের উদ্যোগ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিলিয়নিয়ার ইলন মাস্ক, যিনি "ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি"-এর দায়িত্বে রয়েছেন, এক নজিরবিহীন পদক্ষেপের মাধ্যমে ফেডারেল প্রশাসনকে ছোট করার লক্ষ্যে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন।

তবে এই উদ্যোগ ডেমোক্র্যাটরা, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেল কর্মীদের কঠোর বিরোধিতার মুখে পড়েছে। তাদের দাবি, এই ছাঁটাই অবৈধ এবং সরকারি কার্যক্রম ব্যাহত করবে। এরই মধ্যে প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর কিছু কর্মীকে ফিরিয়ে আনতে হয়েছে, তবে ট্রাম্প ইলন মাস্কের পরিকল্পনাকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন।

মাস্কের লক্ষ্য ৬.৭ ট্রিলিয়ন ডলারের ফেডারেল বাজেট থেকে ১ ট্রিলিয়ন ডলার কমানো। তবে বাজেট বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র চাকরি কমিয়ে বা দুর্নীতি ও অপচয় হ্রাসের মাধ্যমে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়, বরং সরকারি কর্মসূচি ও কল্যাণমূলক সুবিধাগুলোতে কাটছাঁট করতে হতে পারে।

ছাঁটাইয়ের প্রভাব: জলবায়ু গবেষণা ও অন্যান্য সংস্থায় সংকট

বৃহস্পতিবার, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)-এর শত শত শিক্ষানবীস কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে সংস্থাটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এছাড়া, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থার (IRS) রূপান্তর ও কৌশল অফিসের প্রধান, যিনি ৬০ সদস্যের একটি আধুনিকায়ন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন, তার টিমকে জানিয়েছেন যে পুরো অফিস বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের প্রধান লুইস ডি জয়, বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন যে, "এই সংস্থাটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটিতে কোনো পরিবর্তন আনতে হলে আইন সংশোধন করতে হবে।"

ওপিএম-এর ছাঁটাই আদেশ বাতিল, কিন্তু সীমিত নির্দেশনা

বিচারক আলসাপ তার রায়ে ওপিএম-এর ২০ জানুয়ারির মেমো ও ১৪ ফেব্রুয়ারির ইমেইল বাতিলের নির্দেশ দেন, যেখানে "জরুরি নয়" এমন শিক্ষানবীস কর্মীদের শনাক্ত করে তাদের ছাঁটাই করতে বলা হয়েছিল।

তবে তিনি সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য ফেডারেল সংস্থাগুলোকে ছাঁটাই বন্ধের আদেশ দিতে পারেননি, কারণ মামলায় তারা প্রতিবাদী পক্ষ ছিল না।

তবে তিনি উল্লেখ করেন যে, গত দুই সপ্তাহে ন্যাশনাল পার্ক, বৈজ্ঞানিক গবেষণা, অবসরপ্রাপ্ত সেনাদের সেবা দেওয়ার সংস্থাগুলোতে গণহারে ছাঁটাই শুরু হয়েছে, যা দেশব্যাপী ক্ষতির কারণ হবে।

"শিক্ষানবীস কর্মীরাই আমাদের সরকারের চালিকাশক্তি। তারা নিচের স্তর থেকে শুরু করে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উচ্চ পর্যায়ে উন্নীত হয়। এভাবেই প্রশাসন নবায়িত হয়," বলেন বিচারক আলসাপ, যিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন।

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া ও আইনি লড়াই

এই রায়ের বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মামলাটি দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফেডারেল কর্মী ইউনিয়ন "আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ"সহ চারটি অন্যান্য শ্রমিক সংগঠন ও অলাভজনক সংস্থা, যারা প্রাক্তন সেনাদের সেবা ও জাতীয় উদ্যান সংরক্ষণের জন্য কাজ করে।

ট্রাম্প প্রশাসন যুক্তি দেখিয়েছে যে, ওপিএম-এর মেমো ও ইমেইল কেবল সংস্থাগুলোকে তাদের শিক্ষানবিস কর্মীদের পর্যালোচনা করতে বলেছে, বাধ্যতামূলক ছাঁটাইয়ের নির্দেশ দেয়নি।

তবে বিচারক আলসাপ এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেছেন, "একটি আদেশকে সাধারণত অনুরোধ হিসেবে প্রকাশ করা হয় না।"

বিচারক ওপিএম-কে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে বলেছেন যে, তাদের মেমো ও ইমেইল "অকার্যকর" এবং এটি ন্যাশনাল পার্ক সার্ভিস ও ল্যান্ড ম্যানেজমেন্ট ব্যুরোসহ অন্য সংস্থাগুলোকেও জানাতে হবে।

এই আদেশ সাময়িকভাবে কার্যকর থাকবে, যতক্ষণ না বিচারক মামলাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন যে, ওপিএম-এর আদেশ কি ফেডারেল কর্মচারীদের নিয়োগ ও ছাঁটাই নিয়ন্ত্রণের ক্ষমতা লঙ্ঘন করেছে কিনা, এবং এটি প্রশাসনিক নীতিমালার প্রক্রিয়া অনুসরণ করেছে কিনা।

এদিকে, প্রথম দফার ছাঁটাই চলতি মাসের শুরুতেই শুরু হয়েছে, এবং এই সপ্তাহে দ্বিতীয় দফার ছাঁটাই শুরু হয়েছে যা স্থায়ী কর্মীদের লক্ষ করে।

বুধবার হোয়াইট হাউস একটি নতুন মেমো জারি করে সমস্ত সংস্থাকে ১৩ মার্চের মধ্যে কর্মী সংকোচনের "গুরুত্বপূর্ণ পরিকল্পনা" জমা দিতে বলেছে।

গত এক মাসে, ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মী ছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে, তবে অনেকগুলো আইনি জটিলতার কারণে বাধার মুখে পড়েছে। সূত্র: রয়টার্স

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন