Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কি শুক্রবার বিরল খনিজ চুক্তি সই করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

জেলেনস্কি শুক্রবার বিরল খনিজ চুক্তি সই করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউসে আসতে পারেন, যেখানে তিনি বিরল খনিজ সম্পদ বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করবেন, যা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পরিশোধের অংশ হিসেবে বিবেচিত হবে।

এই ঘোষণাটি আসে কয়েকদিনের কঠোর আলোচনা শেষে, যেখানে জেলেনস্কি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র তাকে $৫০০ বিলিয়নেরও বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করছে, যা "দশ প্রজন্মের" ইউক্রেনীয়দের পরিশোধ করতে হবে।

মঙ্গলবার রাতে বিভিন্ন গণমাধ্যম জানায় যে, চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমি শুনেছি যে তিনি (জেলেনস্কি) শুক্রবার আসছেন। অবশ্যই, আমার এতে কোনো সমস্যা নেই যদি তিনি আসতে চান। এবং তিনি এটি আমার সঙ্গে স্বাক্ষর করতে চান। আমি বুঝতে পারছি এটি একটি বড় বিষয়, খুবই বড় বিষয়।"

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কী? কেন ট্রাম্প এগুলো চান?

প্রাথমিক চুক্তিতে উল্লেখ করা কঠিন শর্তগুলো—যেখানে $৫০০ বিলিয়ন সম্ভাব্য রাজস্ব দাবি করা হয়েছিল—অন্তর্ভুক্ত ছিল না। এতে বিরল খনিজ পদার্থ ছাড়াও ইউক্রেনের তেল ও গ্যাস সম্পদের বিষয় ছিল।

চুক্তির কাঠামো অনুযায়ী, ইউক্রেনের খনিজ সম্পদ উন্নয়নের জন্য একটি যৌথ মালিকানার তহবিল গঠন করা হবে, যেখানে কিছু শর্ত অন্তর্ভুক্ত থাকবে। তবে, রাজস্ব উৎপাদনকারী সম্পদগুলোর ক্ষেত্রে ইউক্রেন সরকারের বাজেটের জন্য সংরক্ষিত অংশের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।

এটি আগের মার্কিন প্রস্তাবের তুলনায় ইউক্রেনের জন্য সুবিধাজনক হলেও, এতে কিয়েভের চাওয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়নি।

চুক্তির নির্দিষ্ট কিছু বিষয় এখনও স্পষ্ট নয়, বিশেষত যুক্তরাষ্ট্রের নতুন তহবিলে মালিকানার অংশ কতটুকু হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

চুক্তির বিনিময়ে ইউক্রেন কী পাবে?

ট্রাম্প বলেন, "$৩৫০ বিলিয়ন, সামরিক সরঞ্জাম এবং লড়াই চালিয়ে যাওয়ার অধিকার।"

তিনি আরও যোগ করেন, "আমরা মূলত আমাদের চুক্তি চূড়ান্ত করেছি—পৃথিবীর সম্পদ ও অন্যান্য বিষয়ের উপর। আমরা পরবর্তীতে ইউক্রেনের সাধারণ নিরাপত্তার বিষয়টি দেখব। আমি মনে করি না এটি কোনো সমস্যা হবে। অনেকেই এটি করতে চায়, আমি রাশিয়ার সঙ্গেও কথা বলেছি। তাদের এতে কোনো আপত্তি আছে বলে মনে হয়নি। তাই আমি মনে করি, তারা বুঝতে পেরেছে যে তারা আর ফিরে যেতে পারবে না। একবার আমরা এটি সম্পন্ন করলে, তারা আর ফিরে যাবে না।"

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকার কোনো মন্তব্য করেনি

গার্ডিয়ানের পক্ষ থেকে দেওয়া মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রাথমিক মার্কিন প্রস্তাবে ১০০% আর্থিক স্বার্থ যুক্ত ছিল, যেখানে খনিজ সম্পদ উত্তোলনের আয় সরাসরি যুক্তরাষ্ট্রের তহবিলে যাবে।

এই শর্তে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা ক্ষোভ প্রকাশ করে। জেলেনস্কি বলেছিলেন, "আমি এমন কিছুতে স্বাক্ষর করব না, যা দশ প্রজন্মের ইউক্রেনীয়দের পরিশোধ করতে হবে।"

এদিকে, আলোচনার সময় ট্রাম্প জেলেনস্কিকে "নির্বাচনবিহীন স্বৈরশাসক" বলে কটাক্ষ করেন, যা ক্রেমলিনের প্রচারণার সাধারণ বক্তব্যের সঙ্গে মিলে যায়।

যুক্তরাষ্ট্রের আগ্রহ কেন?

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের সন্ধানে রয়েছে, যা অন্তর্ভুক্ত—

✔ ব্যাটারি উৎপাদনের প্রধান উপাদান

✔ টাইটানিয়াম উৎপাদন

✔ বিরল মেটাল যা ইলেকট্রনিকস, উইন্ড টারবাইন, অস্ত্র ও আধুনিক পণ্য তৈরিতে ব্যবহৃত হয়

রাশিয়ার পাল্টা চুক্তি

ইউক্রেন-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একটি খনিজ সম্পদ উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেছেন, "আমাদের সন্দেহ নেই যে, আমাদের (রাশিয়ার) সম্পদের পরিমাণ ইউক্রেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।" সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন