Logo
Logo
×

আন্তর্জাতিক

শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভ্যাটিকান জানাল পোপ ফ্রান্সিসের খবর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম

শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভ্যাটিকান জানাল পোপ ফ্রান্সিসের খবর

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভোগা পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভ্যাটিকান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তার অবস্থার আরও অবনতি হয়েছে, যার ফলে তাকে ‘উচ্চ প্রবাহের’ অক্সিজেন দিতে হচ্ছে এবং রক্তও দিতে হয়েছে। রোমের জেমেলি হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন তিনি।  

ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, ৮৮ বছর বয়সী পোপ এখনো সচেতন এবং আর্মচেয়ারে বসতে পারলেও তার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতির সামান্য পরিবর্তনেও বড় বিপর্যয় ঘটতে পারে।  

পোপের সুস্থতা কামনায় তার অনুসারীরা হাসপাতালে মোমবাতি, ফুল ও চিঠি রেখে যাচ্ছেন। তবে, এবারের সাপ্তাহিক প্রার্থনায়ও তিনি অংশ নিতে পারবেন না বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। বিশ্বব্যাপী ক্যাথলিকদের জন্য এটি উদ্বেগজনক খবর, কারণ পোপ সাধারণত নিষ্ক্রিয় থাকতে পছন্দ করেন না এবং নানা আয়োজনে উপস্থিত থাকার চেষ্টা করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন