Logo
Logo
×

আন্তর্জাতিক

ছয়শোর বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ এএম

ছয়শোর বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ইসরায়েল

হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া টাল শোহাম

ইসরায়েল জানিয়েছে, তারা ছয়শোর বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে, যা চলমান যুদ্ধবিরতি চুক্তির জন্য বড় সংকট সৃষ্টি করতে পারে।  

শনিবার হামাস ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, যাদের মধ্যে চারজন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় অপহৃত হয়েছিলো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত থাকবে। তিনি আরও দাবি করেন, হামাসকে তাদের ‘অসম্মানজনক অনুষ্ঠান’ বন্ধ করতে হবে।  

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে নিহত চার জিম্মির দেহ ফেরত দেওয়ার কথা রয়েছে, তবে জীবিতদের মুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মধ্যস্থতাকারীরা সংকট এড়ানোর চেষ্টা করছেন।  

শনিবার মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে টাল শোহাম, ওমের শেম টোভ, এলিয়া কোহেন ও ওমের ওয়েনকার্ট নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত হয়েছিলেন। অন্যদিকে, আভেরা মেঙ্গিসটু ও হিশাম আল-সায়েদকে গাজায় এক দশকেরও বেশি সময় ধরে বন্দি রাখা হয়েছিলো।  

পশ্চিম তীরে বন্দিদের স্বজনরা মুক্তির অপেক্ষায় রয়েছেন, তবে হামাস ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার মুক্তি পাওয়া দু’জনকে রাফাহ ক্রসিং দিয়ে গ্রহণ করে।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন