Logo
Logo
×

আন্তর্জাতিক

শপথ নিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম

শপথ নিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

ভারতে ক্ষমতাসীন বিজেপির রেখা গুপ্ত দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই নিয়ে ২৭ বছর পর দিল্লিতে মুখ্যমন্ত্রী দিতে পারল বিজেপি। দিল্লি বিধানসভার এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত।

শহরের রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা।

মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির চতুর্থ এবং অধিষ্ঠিত দ্বিতীয় নারী মন্ত্রী হলেন রেখা গুপ্ত। এছাড়া বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং তার পূর্বসূরী আপের অতিশীর পর দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হলেন তিনি। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন